ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মাতৃভাষা ইনস্টিটিউটের মান বাড়ানোর আশ্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৪
মাতৃভাষা ইনস্টিটিউটের মান বাড়ানোর আশ্বাস

ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ইউনেস্কোর ক্যাটাগরি-২ মানে উন্নীত করাতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন শ্রীলংকার শিক্ষামন্ত্রী বান্দুলা গুনাবর্ধনা।

রোববার বান্দুলা গুনাবর্ধনার নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে সাক্ষাৎ করে  এ আশ্বাস দেন।



শিক্ষামন্ত্রী নাহিদ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ইউনেস্কোর ক্যাটাগরি-২ মানের প্রতিষ্ঠানে উন্নীত করা বিষয়ে আন্তর্জাতিক ফোরামে সমর্থন করার বিষয় উল্লেখ করেন। গুনাবর্ধনা এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

দুই শিক্ষামন্ত্রী দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন এবং সার্ক দেশসমূহের শিক্ষাখাত উন্নয়নে বাংলাদেশের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী নাহিদ বাংলাদেশে গত সাড়ে ছয় বছরে শিক্ষাখাতের অগ্রগতি ও উন্নয়ন তুলে ধরে বলেন, শিক্ষার মানোন্নয়ন এখন আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা সে লক্ষ্যে কাজ কাজ করছি।

এসময় শিক্ষাসচিব মোহাম্মদ সাদিক, অতিরিক্ত সচিব সোহরাব হোসাইন এবং এ এস মাহমুদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।