ঢাকা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের অতিরিক্ত পরিচালক ফেরদৌস জামানের ঘুষ গ্রহণের অভিযোগের কোনো সত্যতা পায়নি তদন্ত কমিটি।
রোববার সংস্থাটির পৃথক দুই তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন ইউজিসি’র বিশেষ সভায় উত্থাপন করা হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি) ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে ওই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ তোলা হয়। এছাড়াও, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় থেকে উৎকোচ নেয়ার অভিযোগ ওঠে।
অভিযোগ তদন্তে ইউজিসি দু’টি কমিটি গঠন করে তদন্ত করতে নির্দেশ দেয়।
ইউজিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফেরদৌস জামানসহ ইউজিসি কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত কোনো অভিযোগই প্রতিবেদন দু’টিতে প্রমাণ হয়নি। বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত কোনো অভিযোগের বাস্তব ভিত্তিও খুঁজে পাওয়া যায়নি।
প্রতিবেদন দু’টি কমিশন কর্তৃপক্ষের বিশেষ সভায় পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়। পাশাপাশি ফেরদৌস জামানের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত গৃহীত হয় বলেও জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কমিটি উত্থাপিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি তদন্তে ইউজিসিকে অধিকতর ক্ষমতায়ন এবং অভ্যন্তরীণ প্রশাসনিক গতিশীলতা আনার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে।
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বলা হয়, অভিযোগকারী এ ধরনের অভিযোগ এনে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন বলে কমিশন মনে করে।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৪