বগুড়া: ‘কর্মমুখী শিক্ষা পাবো, দেশ গড়ায় অংশ নেবো’ এ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৪ উপলক্ষে মানববন্ধন করেছে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)।
রোববার দুপুরে বিভিন্ন পর্যায়ের শিশু ও অভিভাবকদের নিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সুপ্র’র কর্মকর্তারা বলেন, শিক্ষাকে মৌলিক চাহিদা নয়, মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে।
তারা বলেন, বাংলাদেশে সর্বস্তরে সাক্ষরতার হার নিশ্চিত করতে জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়ন, জাতীয় শিক্ষানীতি-২০১০, দক্ষনীতি-২০১১ বাস্তবায়ন, শিক্ষা আইন-২০১৩ প্রণয়ন ও বাস্তবায়ন, কারিগরি শিক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে এ শিক্ষা কেন্দ্রের সম্প্রসারণ করতে হবে।
এ ছাড়া সাধারণ শিক্ষাকে কারিগরি শিক্ষার অন্তর্ভুক্তকরণ, জাতীয় বাজেটে শিক্ষাখাতকে কমপক্ষে ২০ শতাংশ এবং জিডিপি’র ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা, শিক্ষা বাজেট থেকে সামরিক চিকিৎসা বিজ্ঞান, প্রযুক্তি ও ধর্মীয় শিক্ষার জন্য বাজেট পৃথকীকরণ, বাজেট বরাদ্দের অঞ্চলভিত্তিক বণ্টন নিশ্চিতকরণ, চর, বিল, হাওর, পার্বত্য অঞ্চলে বিশেষ বরাদ্দ নিশ্চিতকরণ, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৩০ করা এবং পর্যাপ্তসংখ্যক শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, শিক্ষার বাণিজ্যিকরণ বন্ধকরণ, মিড ডে স্কুল চালু করা এবং সেগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহ করা নিশ্চিত করতে হবে।
তারা আরো দাবি তোলেন, পিছিয়েপড়া জনগোষ্ঠীর জন্য অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ ও মনিটরিং ব্যবস্থা জোরদার, সরকারি এবং নাগরিক সমাজের সমন্বয়ে মনিটরিং কমিটি গঠন করতে হবে।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৪