ঢাকা: চাঁপাইনবাবগঞ্জে স্থাপিত একমাত্র ক্যাম্পাসে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন পত্র সংগ্রহের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এ সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময়ের মধ্যে ভর্তি হতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা বি এস (কৃষি), বি এস (কৃষি অর্থনীতি), এলএলবি (অনার্স) এবং বিবিএ প্রোগ্রামে ভর্তির আবেদন পত্র সংগ্রহ করতে পারবেন।
উল্লেখ্য, দেশের গবেষণাভিত্তিক একমাত্র বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়। এর ভর্তি ফরম পাওয়া যাচ্ছে সারা দেশে এক্সিম ব্যাংকের সব শাখায়।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘন্টা, সেপ্টেস্বর, ২০১৪