নোয়াখালী (নোবিপ্রবি): নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের পাল্টাপাল্টি অবস্থানের মুখে সৃষ্ট অচলাবস্থা অব্যাহত রয়েছে।
মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কিছু কর্মকর্তার বিরুদ্ধে ‘দেখে নেওয়ার হুমকি ও খারাপ আচরণের’ অভিযোগ এনে সব ক্লাস ও পরীক্ষা বর্জন করেন।
এছাড়াও শিক্ষক সমিতি দোষী কর্মকর্তাদের শাস্তির দাবিতে নোবিপ্রবি উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেন।
এদিকে শিক্ষকদের আনিত অভিযোগ অস্বীকার করে করেন নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনর আহ্বায়ক সাখাওয়াত হোসেন।
তিনি জানান, আমরা শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করিনি, উল্টো শিক্ষকরাই আমাদের সঙ্গে সমাবর্তনে নির্দিষ্ট আসনে বসা নিয়ে অসৌজন্যমূলক আচরণ করেছে।
এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক আরো কিছু কর্মকর্তা জানান, সমাবর্তনে প্রদত্ত সার্টিফিকেট গুলোতে বানান ভুল ও শিক্ষকদের বিভিন্ন অপকর্ম ঢাকতেই আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো আনা হয়েছে।
শিক্ষকদের ন্যায় কর্মকর্তা-কর্মচারীরাও নোবিপ্রবি উপাচার্য বরাবর ৪দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন। এছাড়া কর্মকর্তা-কর্মচারীরাও কর্মবিরতি পালন করেন এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন।
এদিকে উভয় পক্ষের অনড় অবস্থানের ফলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ কে এম সাঈদুল হক চৌধুরী শিক্ষক সমিতি ও অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতাদের নিয়ে বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দফায় দফায় বৈঠক করলেও কোনো সির্দ্বান্তে পৌঁছাতে পারেন নি।
শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির ফলে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় বিপাকে পরেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বিষয়টি দ্রুত সমাধান ও ক্লাস এবং পরীক্ষা চালুর দাবিতে দুপুরে কাম্পাসে মানবন্ধন করে।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪