(ইবি): ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনির্দিষ্টকালের জন্য সব রকম রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ নিষেধাজ্ঞা চলাকালে ক্যাম্পাস অভ্যন্তরে মিছিল, সমাবেশ, মিটিং, দলীয় টেন্টে অবস্থানসহ কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভা শেষে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান।
এসময় প্রক্টর ড. মাহবুবর রহমান বাংলানিউজকে বলেন, ক্যাম্পাস অভ্যন্তরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন পদক্ষেপ নিয়েছে।
এসময় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও তিনি জানান।
এদিকে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আবাসিক হল খোলার কথা থাকলেও এখনো সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।
এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক জরুরি বৈঠক করছেন বলেও জানা গেছে।
বৈঠকে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে উপস্থিত রয়েছেন উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্তা ব্যক্তিরা।
বৈঠকে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪