রাজশাহী: মানবসম্পদ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে শিক্ষার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ।
এজন্য সরকার প্রাথমিক শিক্ষার বিকাশ ও মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার জেলা শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ এ কথা জানান।
দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘স্বাক্ষরতা এবং টেকসই উন্নয়ন’।
রাজশাহী বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশের বর্তমানে শিক্ষার হার শতকরা ২২ শতাংশ থেকে ৬৬ শতাংশে উন্নীত হয়েছে। তবে আড়াই কোটি শিশু এখনও স্কুলে যায় না। এদের যথাযথভাবে শিক্ষার আওতায় আনতে হবে। যেখানে ভিয়েতনাম, শ্রীলংকা ও ভুটানে শিক্ষার হার শতভাগ অর্জিত হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশে শিক্ষার হার আরও বৃদ্ধি প্রয়োজন।
শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনে পয়লা জানুয়ারিতে বিদ্যালয়ের সব শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তুক প্রদান, লক্ষাধিক শিক্ষকের চাকরি জাতীয়করণ ও প্রাথমিক শিক্ষার মান আধুনিকায়নে সরকার যুগান্তকারী কর্মসূচি বাস্তবায়ন করেছে।
হেলালুদ্দীন আহমদ আরও বলেন, সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জনেও সরকার অনেকাংশে সফল। শিশু ও মাতৃ মৃত্যুহার হ্রাস, বাল্য বিবাহ রোধ, দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণে সরকার কাঙ্ক্ষিত সফলতা অর্জন করেছে। তাই ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
এ সময় তিনি এ ব্যাপারে কার্যকর ভূমিকা রাখার জন্য রাজশাহীর সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। জনশক্তি নির্মাণের ক্ষেত্রে শুধু স্বাক্ষরতা অর্জন নয়, বরং যুগোপযোগী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ প্রয়োজন বলেও অভিমত ব্যক্ত করেন বিভাগীয় কমিশনার।
রাজশাহীর জেলা প্রশাসক মোহাম্মদ মেসবাহ্ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম তুহিনুর আলম, উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আনোয়ার কামাল, প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল কালাম আজাদসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা সভায় বক্তব্য রাখেন।
এর আগে রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেসবাহ্ উদ্দীন চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম তুহিনুর আলমের নেতৃত্বে স্বাক্ষরতা দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাজশাহী নগরের সিঅ্যান্ডবির মোড় থেকে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৪