জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (১২ সেপ্টেম্বর)।
ওই দিন একযোগে ৩৩টি পরীক্ষা কেন্দ্রে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার দিন অবশ্যই এইচএসসি বা সমমানের পরীক্ষার ছবি সংযুক্ত মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ভর্তি পরীক্ষার ডাউনলোনকৃত দুই কপি প্রবেশপত্র পরীক্ষার হলে নিয়ে আসতে হবে।
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেনা। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র http://jnu.teletalk.com.bd অথবা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.jnu.ac.bd গিয়ে ডাউনলোড করা যাবে।
পরীক্ষার্থী মোবাইল ফোন বা যোগাযোগ করা যায় এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার হলে এমন কোনো কিছু পাওয়া গেলে পরীক্ষার্থী বহিস্কৃত হবে।
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও নতুন ওয়েবসাইট www.jnu.ac.bd এ পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর শুক্রবার ‘এ’ ইউনিটের, ১৩ সেপ্টেম্বর শনিবার ‘ই’ ইউনিটের, ১৯ সেপ্টেম্বর শুক্রবার ‘বি’ ইউনিটের এবং ২৬ সেপ্টেম্বর শুক্রবার ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪