ঢাকা: রাজধানীর বাসাবোতে ‘জনতা ব্যাংক-বারডেম ইব্রাহিম নার্সিং কলেজ’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ এ কে আজাদ খান এবং জনতা ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস এর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত যৌথভাবে ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন।
এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক নাগিবুল ইসলাম দীপু, ড. আর এম দেবনাথ, সৈয়দ বজলুল করিম, অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন, মোঃ আবু নাসের, সঙ্গীতা আহমেদ, এ কে এম কামরুল ইসলাম ও মোঃ মাহাবুবুর রহমান হিরন এবং সিইও এ্যান্ড এমডি (চলতি দায়িত্বে) ওমর ফারুক উপস্থিত ছিলেন।
ফলক উন্মোচন শেষে এক সংক্ষিপ্ত বক্তৃতায় ড. আবুল বারকাত বলেন, দেশে উন্নতমানের প্রশিক্ষিত নার্স তৈরি করা গেলে বিশ্ব মার্কেটে এ খাত থেকে বছরে বাংলাদেশ ১০ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে। বিশ্ব বাজারে বর্তমানে এক কোটি প্রশিক্ষিত নার্সের চাহিদা রয়েছে।
তিনি আরও বলেন, দেশে এখন ১৩জন রোগীর বিপরীতে একজন নার্স কাজ করছেন। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী চারজন রোগীর বিপরীতে সেবা করার কথা একজন নার্সের। দেশের অভ্যন্তরে এখন ৫ লক্ষ নার্সের প্রয়োজন। বর্হিবিশ্বে একজন প্রশিক্ষিত-দক্ষ নার্স মাসে কমপক্ষে ৬ হাজার ডলার আয় করছেন। আমরা দক্ষ-প্রশিক্ষিত আর্ন্তজাতিক মানের নার্স তৈরি করতে পারলে তাদের পরিবারের জীবনমান উন্নত হওয়ার পাশাপাশি দেশ আরো বেশি বৈদেশিক মুদ্রা আহরণ করতে পারবে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ এ কে আজাদ খান আশাবাদ ব্যক্ত করে বলেন, উন্নতমানের নার্সিং কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষকে এ খাতের সম্পদ হিসেবে ব্যবহার করা গেলে জনসেবা স্বাস্থ্য খাতে নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক পরিস্থিতি পাল্টে যাবে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪