ঢাকা: বিভিন্ন জটিলতায় বেসরকারি ১২টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে সতর্কতা অবলম্বনের জন্য আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এসব বিশ্ববিদ্যালয়ের মামলা-মোকদ্দমাসহ বিভিন্ন ধরনের সমস্যা, সমস্যার ধরনসহ ওই সব বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে।
জনস্বার্থে এসব বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে ইউজিসির বিজ্ঞপ্তিতে এ সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সঠিক তথ্যাদি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত গ্রহণের জন্য শিক্ষার্থী, অভিভাবকদের প্রতি পরামর্শ দিয়েছে।
আদালতের স্থগিতাদেশ নিয়ে ক্যাম্পাস পরিচালনা করছে ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এগুলো হচ্ছে-
১. দারুল ইহসান বিশ্ববিদ্যালয়
দেশের বিভিন্ন অঞ্চলে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের অসংখ্য অননুমোদিত শাখা ক্যাম্পাস রয়েছে, যা বন্ধের লক্ষ্যে রাষ্ট্রপতির নির্দেশক্রমে সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে এক সদস্য বিশিষ্ট বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে। কমিটির প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে, যা প্রক্রিয়াধীন।
২. প্রাইম ইউনিভার্সিটি
উচ্চ আদালতের গত ২৩ জুলাই আদেশ অনুযায়ী, চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দারুস সালাম রোড, মিরপুর-১ এবং ৮৭, বিএনএস সেন্টার, ৮ম ও ৯ম তলা, সেক্টর, উত্তরা, ঢাকায় অবস্থিত প্রাইম ইউনিভার্সিটি শুধুমাত্র তাদের নিজ নিজ মূল ক্যাম্পাসে সংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিচালনা করবে।
উভয় ক্যাম্পাসকেই ছাত্রছাত্রী ভর্তিসংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রচার না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাইম ইউনিভার্সিটির নামে ঢাকার ৪টি এলাকায় অননুমোদিত ক্যাম্পাস- (ক) হাউজ-৩৫২/বি, পুরাতন, ৩১/এ বিঃ নতুন রোড- ২৭/এঃ পুরাতন (খ) মকবুল প্লাজা, ২২৮/খ, প্রগতি স্মরণী, বারিধারা (গ) সেন্টার পয়েন্ট কনকর্ড, ৫ম তলা, ১৪/এ, ৩১/এ, তেজকুনিপাড়া, ফার্মগেট, তেজগাঁও (ঘ) মল্লিক টাওয়ার, ১৩ ও ১৪ তলা, চিড়িয়াখানা রোড, মিরপুর-১ অননুমোদিত ক্যাম্পাস রয়েছে।
এই ক্যাম্পাসসমূহ উচ্ছেদ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে।
৩. সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ
এই বিশ্ববিদ্যালয়ের ৩টি অননুমোদিত ক্যাম্পাস- (ক) এম এম আলী রোড, দামপাড়া; (খ) ও আর নিজাম রোড, জিইসি (গ) হালিশহর, চট্টগ্রাম।
৪. নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ
২টি অননুমোদিত আউটার ক্যাম্পাস- রাজশাহী ও খুলনায়।
৫. বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ
অননুমোদিত ক্যাম্পাস- ওআর নিজাম রোড, চট্টগ্রাম।
৬. ইবাইস ইউনিভার্সিটি
এর অননুমোদিত ক্যাম্পাস-(ক) বাসা-২৭, রোড-৬, মোহাম্মদীয়া, হাউজিং সোসাইটি (মেইন রোড), মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এবং (খ) বাসা-১৩, রোড-৩৫, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০।
ইউজিসি’র নির্দেশ অমান্য করে অননুমোদিতভাবে ক্যাম্পাস পরিচালনা করছে যে ৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়-
১. অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- (ক) বাড়ি নং-৭৭, রোড নং-১৯, সেক্টর-১১, উত্তরা (খ) বাড়ি নং-৫, রোড, নং-৩, সেক্টর-৬, উত্তরা (গ) এআরএ সেন্টার-৬৯/ই, বীরউত্তম কাজী নূরুজ্জামান রোড, পান্থপথ, ঢাকা (ঘ) ৫৩/১, পুরানা পল্টন, লেন, ঢাকা এবং (ঙ) ক্যাপিটাল টাওয়ার, মিরপুর রোড, মিরপুর-১, ঢাকা।
২. দি পিপলস্ ইউনিভার্সিটি অব বাংলাদেশ- (ক) চ-৭৫/খ, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২ এবং (খ) আল রাজি কমপ্লেক্স, দিগন্ত টিভি ভবন, ১৬৬/১৬৭ পুরানা পল্টন, ঢাকা।
৩. আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম- বহদ্দারহাট (মহিলা শাখা) চট্টগ্রাম।
৪. শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি- বাড়ি নং- ০৪, মিরপুর রোড, দক্ষিণ কল্যাণপুর, ঢাকা।
৫. নদার্র্ন ইউনিভার্সিটি বাংলাদেশ- (ক) ২৪, মিরপুর রোড (ঢাকা কলেজের বিপরীতে), গ্লোব সেন্টার, ঢাকা-১২০৫ (খ) ৯৩, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।
৬. সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ- (ক) বয়রা, খুলনা (খ) মজমপুর, কুষ্টিয়া (গ) সাতমসজিদ রোড, ধানমণ্ডি, ঢাকা (ঘ) কারমাইকেল কলেজ রোড, লালবাগ, রংপুর।
সরকার কর্তৃক বন্ধকৃত, তবে আদালতের স্থগিতাদেশ নিয়ে পরিচালিত ২টি
১. আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি - ৫৪/১, প্রগতি সরণী, বারিধারা-নর্দ্দা, ঢাকা।
এ ক্যাম্পাস ব্যতীত মাননীয় উচ্চ আদালতের রায় অনুযায়ী অননুমোদিত অন্যান্য অবৈধ ক্যাম্পাস উচ্ছেদ করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। অননুমোদিত ও উচ্ছেদযোগ্য ক্যাম্পাস- (ক) ৯৫, বি টি আই ভবন, ফার্মগেট (খ) ৭১/সি, আসাদ অ্যাভিনিউ (গ) ১০৭/১, বক্স কালভার্ট রোড, নয়াপল্টন (ঘ) ৭৪৩, সাত মসজিদ রোড, ধানমণ্ডি (ঙ) ১৫৯/ডি, তেজগাঁও শিল্প এলাকা (চ) মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড (ছ) ৫/এফ জি এইচ, দারুস সালাম রোড, সংগীতা ভবন, মিরপুর-১ (জ) বাড়ি-১৩, রোড-৩৫, সেক্টর-৭, উত্তরা (ঝ) ৮৩/৩/এ, জনী টাওয়ার যাত্রাবাড়ী চৌরাস্তা (ঞ) রোজিডেল, বাড়ি-১, রোড-৪, গুলশান বাড্ডা লিংক রোড (ট) বাড়ি-১১৩, রোড-৪, ব্লক-বি, বনানী (ঠ) ১, জনসন রোড, রায় সাহেব বাজার ও (ড) ৫৭১, পূর্ব কাজীপাড়া, মিরপুর এবং ঢাকার বাইরের অবৈধ ক্যাম্পাসসমূহ হলো-
(ক) ডানা প্লাজা, চৌরাস্তা, গাজীপুর (খ) তিন মাথা, রেলগেট, বগুড়া (গ) ১৪৫, নাটোর রোড, তালাইমারি, রাজশাহী।
এর বাইরেও কমিশনের অজানা অবৈধ ক্যাম্পাস থাকতে পারে।
২. কুইন্স ইউনিভার্সিটি -বাড়ি-৪৩/ই, রোড ১৭/এ, বনানী, ঢাকা।
বোর্ড অব ট্রাস্টিজ নিয়ে দ্বন্দ্ব এবং পরস্পরের বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন ৪টি।
১. দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, ২. ইবাইস ইউনিভার্সিটি, ৩. প্রাইম ইউনিভার্সিটি এবং ৪. সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চট্টগ্রাম।
ইউজিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, এছাড়াও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম সম্পর্কে অনুসন্ধান চলছে, পরবর্তীতে সেসব বিশ্ববিদ্যালয়ের তালিকাও প্রকাশ করা হবে।
যে সব বিশ্ববিদ্যালয় অবৈধভাবে ক্যাম্পাস পরিচালনা করছিল তাদের বিরুদ্ধে কমিশন কর্তৃক ব্যবস্থা গ্রহণ করায় তারা মাননীয় আদালতের স্থগিতাদেশ নিয়ে অননুমোদিত ক্যাম্পাস পরিচালনা করছে।
আদালতের স্থগিতাদেশ থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪/আপডেটেড: ১৮৪৬ ঘণ্টা