ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির টিএসসির জায়গা দখলমুক্ত করলেন ছাত্রলীগ সভাপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৪
জবির টিএসসির জায়গা দখলমুক্ত করলেন ছাত্রলীগ সভাপতি

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রশিক্ষক কেন্দ্রের (টিএসসি) জায়গা দখলমুক্ত করলেন ছাত্রলীগ সভাপতি এফএম শরিফুল ইসলাম।

মঙ্গলবার বিকেল পাঁচটায় টিএসসির জায়গা দখলমুক্ত করার নির্দেশ দেন তিনি।



প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে টিএসসির জায়গা দখল করে ১৫ থেকে ২০টি দোকান চলছিল। অবৈধ দোকানগুলো সভাপতির নজরে আসলে তিনি দশ মিনিটের মধ্যে হকারদের জায়গা ছেড়ে দিতে বলেন। সভাপতির নির্দেশে হকাররা জায়গা ছেড়ে দেন।

এ ব্যাপারে হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক ও ছাত্রলীগ সভাপতি এফ এম শরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, টিএসসির জায়গা দখলমুক্ত করে সবার সম্মতিক্রমে জাতির জনকের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল মিলনায়ত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।