ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪
ঢাবির ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) এ আসন বিন্যাস প্রকাশ করা হয়।



শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাসের সাল দিয়ে ওয়েবসাইটে লগইন করে আসন এবং কেন্দ্র জানতে পারবেন।

এছাড়া মোবাইলে এসএমএস’র মাধ্যমে আসন বিন্যাস জানা যাবে। রবি, বাংলালিংক, এয়ারটেল, সিটিসেল ও টেলিটক নম্বর থেকে এসএমএস করেও আসন ও কেন্দ্র জানা যাবে।

আগামী শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।