ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

লিডস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষক-গবেষক বিনিময় করবে ঢাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪
লিডস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষক-গবেষক বিনিময় করবে ঢাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা-গবেষণা সংক্রান্ত যৌথ সহযোগিতামূলক কার্যক্রম বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বুধবার উপাচার্য দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তিপত্র সই হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন ও যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের সচিব রজার জিয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।

এই চুক্তির আওতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য ছাত্র-শিক্ষক-গবেষক বিনিময় করা যাবে। এছাড়া স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে যৌথ অধ্যয়ন ও সনদ প্রাপ্তিও অন্তর্ভুক্ত থাকবে।

একই সঙ্গে লিডস বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজসেন স্টাডিজ অনুষদ বিভিন্ন প্রকার প্রফেশনাল কোর্সেরও আয়োজন করবে।  

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এই চুক্তি স্বাক্ষরের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক ও গবেষকগণ তাদের মেধা ও প্রজ্ঞার বিকাশের মাধ্যমে বিশ্বমানের উচ্চশিক্ষা লাভের সুযোগ পাবেন। যা বাংলাদেশের উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে সহায়ক হবে।

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার মাধ্যমে লিডস বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রম ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি।

চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান এবং বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষকবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।