সিলেট: ২০১৪-১৫ শিক্ষাবর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি পরীক্ষার বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রযুক্তির ব্যবহারে ভর্তি ফরমের মূল্য ও আনুষঙ্গিক ব্যয় স্বাভাবিকভাবেই কমে আসার কথা। অথচ প্রতি বছরই ভর্তির সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি ফরমের মূল্য বাড়াচ্ছে। এর পেছনে কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা হাজির করতে পারে নি কর্তৃপক্ষ।
মানববন্ধনে বক্তারা ভর্তি ফরমের বাড়ানো অন্যায্য ও অযৌক্তিক দাবি করে প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট নগর ও শাবিপ্রবি শাখার নেতারা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
১৬ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ১০ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৫ নভেম্বর শনিবার সকাল সাড়ে ন’টায় এবং বিকেল আড়াইটায়।
এবার ইউনিট ও সাব-ইউনিট ভেদে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে এ/১ ইউনিট ও বি/১ এর জন্য-৭০০, বি/২-৭৫০, বি/৩-৮০০ এবং বি/৪ ইউনিটের জন্য আবেদন ফি ৮৫০ টাকা।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪