ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সমৃদ্ধশালী দেশ গড়তে আধুনিক শিক্ষার বিকল্প নেই

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪
সমৃদ্ধশালী দেশ গড়তে আধুনিক শিক্ষার বিকল্প নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পার্বতীপুর (দিনাজপুর): শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আধুনিক শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে বাংলাদেশকে আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।



বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখা পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে একটি আধুনিক শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। বর্তমান সরকার আধুনিক জ্ঞান নির্ভর ও বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থা চালু করে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌঁছাতে চায়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক।

এর আগে মন্ত্রী কলেজের বিভিন্ন শ্রেণি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের লেখাপড়ার খোঁজ খবর নেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।