ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪
জবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়:  জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ‘এ’ ইউনিটে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তিন পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আটক তিন পরীক্ষার্থীর মোবাইলে এসএমএসের মাধ্যমে উত্তর দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।



শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে  পরীক্ষা চলাকালীন সময়ে জবি ক্যাম্পাস কেন্দ্র থেকে দু’জন ও মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে একজনকে আটক করা হয়।

জবি প্রক্টর অফিস সূত্রে জানা যায়, পরীক্ষা কেন্দ্রে অবৈধভাবে মোবাইল ব্যবহার করায় জাহিদ হাসান বাপ্পী (রোল- 1174646) ও ইমরান হোসেনকে (রোল: 117622) বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের ৭১২ এবং ৩১৬/এ নম্বর কক্ষ থেকে এবং মাসুদ রানাকে (রোল: 1172953) মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে আটক করা হয়।

জবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মাদ বলেন, আটকদের কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৮০ সলের ৪(৯) ধারায় মামলা করা হবে। পুলিশ তদন্ত করে জালিয়াতি চক্রকে খুঁজে বের করবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।