ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এনবিআইইউ’র শিক্ষার্থীদের নবীনবরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪
এনবিআইইউ’র শিক্ষার্থীদের নবীনবরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (এনবিআইইউ) ফল সেমিস্টার-১৪ এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে কলা, সামাজিক বিজ্ঞান, আইন ও বাণিজ্য অনুষদের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

এনবিআইইউ’র উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপিকা রাশেদা খালেক।

এছাড়াও বক্তব্য রাখেন এনবিআইইউ’র ট্রেজারার ও চিফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পি এম সফিকুল ইসলাম এবং কলা অনুষদের ডিন প্রফেসর ড. ওয়াজেদ আলী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. হাবিবুল্লাহ।


বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।