ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পিএসসি-এইচএসসি শিক্ষার্থীদের পদক দেবে রাসিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪
পিএসসি-এইচএসসি শিক্ষার্থীদের পদক দেবে রাসিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) আগামী শীত মৌসুমে জুনিয়র স্কুল সার্টিফিকেট (পিএসসি) থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পর্যন্ত কৃতী শিক্ষার্থীদের মেয়র শিক্ষা পদক প্রদান করবে। একই সঙ্গে রাজশাহীর শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সফল গুণীজনদের সংবর্ধনা দেওয়া হবে।



একতা ডান্স ও ফ্যাশন একাডেমীর দশ বছর পূর্তি উপলক্ষে জেলা শিল্প কলা একাডেমী মিলনায়তনে এক অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল একথা জানিয়েছেন। একতা ডান্স ও ফ্যাশন একাডেমী ও একতা মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউস এ অনুষ্ঠানের আয়োজন করে।
 
মেয়র স্থানীয় সংস্কৃতির ওপর গুরুত্বারোপ করে বলেন, বিদেশি মেকি সংস্কৃতির পরিবর্তে আমাদের দেশীয় সংস্কৃতির চর্চা, পারিবারিক ও সামাজিক ঐতিহ্য রক্ষা করা প্রয়োজন। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মা ও মাটির গন্ধ না নিলে অবস্থার পরিবর্তন ঘটবে না।

মেয়র বুলবুল বলেন, রাজশাহী সিটি করপোরেশন ইতোমধ্যে ঐতিহ্যবাহী পদ্মা রঙ্গমঞ্চের সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই এটি একটি অত্যাধুনিক মানের সংস্কৃতি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পরিণত হবে। মেয়র রাজশাহীর পরিবেশ উন্নয়ন ও সবুজায়নের জন্য প্রত্যেককে চারটি করে ফুল ও ফল এবং একটি নিম গাছের চারা রোপণের আহবান জানান। অনুষ্ঠানে তিনি রাজশাহীর বিশিষ্ট নৃত্য শিল্পী ওস্তাদ বজলুর রহমান বাদলকে বিশেষ সম্মান প্রদান করেন।

একতা ডান্স ও ফ্যাশন একাডেমীর উপদেষ্টা আরিফুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওস্তাদ বজলুর রহমান বাদল, সমাজসেবক ওয়ালিউল হক রানা, বিশিষ্ট ব্যবসায়ী  আশিকুজ্জামান আশিক, সংস্কৃতি ব্যক্তিত্ব আলতাফ হোসেন। মেয়রকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক আলী হাসান তুষার।
 
বাংলাদেশ সময়: ২৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।