খুলনা: অটোমেশন সফটওয়ার নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনে ‘‘ওয়ার্কশপ অন হল অটোমেশন সফটওয়ার” শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
হল কো-অর্ডিনেশন কমিটির উদ্যোগে আয়োজিত কর্মশালার উদ্বোধন করে কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
তিনি বলেন, যুগের চাহিদার সঙ্গে আমাদের সবাইকে বদলে যেতে হবে। অবাধ তথ্য প্রযুক্তির এই সময়ে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অটোমেশন এর ক্ষেত্রে কুয়েট বাংলাদেশে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য।
তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানে সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এর সর্বক্ষেত্রে অটোমেশন চালু করা একটি অপরিহার্য বিষয়।
বিশ্ববিদ্যালয়ের হল কো-অর্ডিনেশন কমিটির সভাপতি প্রফেসর ড. এম এম তৌহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইসিটি এর পরিচালক প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ।
কর্মশালায় বক্তব্য দেন, কুয়েটের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. সোবহান মিয়া ও আইআইসিটি এর সহকারী প্রোগ্রামার এস এম সাইফুর রহমান।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. হেলাল-আন-নাহিয়ান।
এদিকে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রথমবারের মতো নারী উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক খালেদা একরামকে
অভিনন্দন জানিয়েছেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪