ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জে প্রথম বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শিগগিরই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪
চাঁপাইনবাবগঞ্জে প্রথম বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শিগগিরই

রাজশাহী: উত্তরের সীমান্তবর্তি জেলা চাঁপাইনবাবগঞ্জে দেশের প্রথম বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হচ্ছে শিগগিরই। এক্সিম ব্যাংক ফাউন্ডেশন এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে যাচ্ছে।



এক্সিম কৃষি বিশ্ববিদ্যালয় নামে এ শিক্ষ‍া প্রতিষ্ঠানে শিক্ষাকে বাণিজ্যিকমুখি না করে মানসম্মত ও স্বল্পব্যয়ে মেধাবী ও গরীব, মুক্তিযোদ্ধা সন্তানসহ উপজাতি শিক্ষার্থীদের শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে।

রোববার দুপুরে রাজশাহী মহানগরের একটি অভিজাত  রেস্তরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য তুলে ধরেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল মান্নান আকন্দ।

তিনি বলেন, শিক্ষার গুণগতমান অক্ষুন্ন রেখে স্বল্পব্যয়ে আন্তর্জাতিক মানের শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করার লক্ষ্যে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে।

এখানে শিক্ষার্থীদের প্রতিনিয়ত গবেষণা কার্যক্রমের মাধ্যমে পারদর্শী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিদ্যাপীঠ থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ ও নাটোরসহ বরেন্দ্র এলাকায় আন্তর্জাতিক মানের শিক্ষার্থী তৈরি করা হবে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবদুল মান্নান।

তিনি আরও জানান, দেশের প্রথম বেসরকারি এ বিশ্ববিদ্যালয়ে কৃষি, অর্থনীতি, মৎস্য ও প্রাণী চিকিৎসা বিজ্ঞান, আইন ও বাণিজ্য অনুষদসহ ৪২টি বিষয়ে কোর্স কারিকুলাম অনুমোদন দেওয়া হয়েছে। এক্সিম ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ শহরের অদুরে ১২শ’ বিঘা জমির ওপর ৩ বছরের মধ্যে নিজস্ব একাডেমিক ভবন, বাসভবন, ল্যাবরেটরি, মেডিকেল সেন্টারসহ ক্যাম্পাস তৈরি হবে।

উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১৩ অক্টোবর এ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।