সিলেট: বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মাহবুবউল্লাহর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকবৃন্দ।
রোববার সকালে শিক্ষকবৃন্দ এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের চিহ্নিত করে বিচারের দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, সুপ্রিম কোর্টের মতো স্থানে একজন শিক্ষকের উপর হামলার ঘটনা প্রমাণ করে দেশে কোনো মানুষ নিরাপদ নয়। বিগত দিনে ছাত্র হত্যাসহ অস্ত্রবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হলেও কোনো ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।
শিক্ষকগণ অবিলম্বে ড. মাহবুবউল্লাহর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সুষ্ঠ তদন্ত সাপেক্ষে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতদাতা শিক্ষকরা হলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরামের আহবায়ক অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, সমাজকর্মের অধ্যাপক ড. আ.ক.ম মাহবুবুজ্জামান, গণিতের অধ্যাপক ড. আশরাফ উদ্দীন ও ড. মো. মাহবুবুর রশিদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪