জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২২, ২৪ ও ২৫ সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘ই’ ইউনিটে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ফাইন আর্টস অ্যান্ড গ্রাফিক্স বিভাগের ব্যবহারিক পরীক্ষা ২২ সেপ্টেম্বর সকাল ১০টায় এবং ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগের ব্যবহারিক পরীক্ষা ২৪ ও ২৫ সেপ্টেম্বর সকাল ১০টায় সংশ্লিষ্ট বিভাগীয় অফিস কক্ষে অনুষ্ঠিত হবে।
‘ই’ ইউনিটে সর্বোচ্চ ১০০টি (ড্রামা অ্যান্ড মিউজিক-৬০টি, ফাইন আটর্স অ্যান্ড গ্রাফিক্স-৪০টি) আসনের বিপরীতে ২৭৮ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে।
‘ই’ ইউনিটে দুই হাজার পাঁচশ’ ২ জন আবেদনকৃত পরীক্ষার্থীর মধ্যে দুই হাজার চারশ’ ৬০ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট-এ (www.jnu.ac.bd ) পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪