ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রিয়াদ হত্যাকাণ্ড

হুমকির অডিও ক্লিপ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪
হুমকির অডিও ক্লিপ উদ্ধার

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্র নাইমুল ইসলাম রিয়াদ হত্যাকাণ্ডের একটি অডিও ক্লিপ পাওয়া গেছে। সম্প্রতি ক্লিপটি রিয়াদের সহপাঠীদের কাছ থেকে উদ্ধার হয়।



হত্যার আগে হুমকির ওই অডিও ক্লিপের কথপোকথন নিয়ে শহরে তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

নিহত রিয়াদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কথপোকথনটি রিয়াদের সঙ্গে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের।

এক মিনিট উনচল্লিশ সেকেন্ডের অডিও ক্লিপটি এখন পুলিশ, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। অডিও ক্লিপ নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
 
রিয়াদের বাবা কাজী মনিরুল ইসলাম সাংবাদিকদের জান‍ান, অডিওতে যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে সেটি তার ছেলের ও ছাত্রলীগ নেতা বিপুলের।

তিনি বলেন, হত্যার আগেই রিয়াদকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়েছিলো। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটির বিপক্ষে অবস্থান নেওয়ায় তাকে হুমকি দেওয়া হয়েছিলো বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের দাবি অডিওটির কণ্ঠ তার নয়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তৈরি করে তার নামে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।

ছাত্রলীগের ইফতার মাহফিলে উপস্থিত না হওয়ার জের ধরে গত ১৪ জুলাই বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে নাইমুল ইসলাম রিয়াদকে হত্যা করা হয়। এরপর দিন রিয়াদের মামা বাদী হয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস, সাধারণ সম্পাদক এসএম শামীম হাসান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলসহ ৮ ছাত্রলীগ নেতাসহ ১২ জনের নাম উল্লেখ ও আরও দুইজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

দুই মাসেও মামলার অগ্রগতি না হওয়ায় গত ১০ সেপ্টেম্বর সিআইডিতে হস্তান্তর করা হয়।

যশোর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন বাংলানিউজকে জানান, সবকিছু মিলিয়ে সিআইডি মামলাটি তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।