ঢাকা: দেলাওয়ার হোসাইন সাঈদীর ‘আমৃত্যু কারাদণ্ডের’ প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে দুর্ভোগে পড়েছেন ঢাকা (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
হরতালে যানবাহন চলাচল বন্ধ থাকায় রাজধানীতে পৌঁছাতে পারছেন না তারা।
এদিকে, শুক্রবার সকালে এই দুই বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের পূর্ব নির্ধারিত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ জন্য বৃহস্পতিবারের মধ্যেই শিক্ষার্থীদের ঢাকায় পৌঁছাতে হবে।
কিন্তু হরতালের কারণে বৃহস্পতিবার সকালে দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছাড়েনি। এ জন্য চরম দুর্ভোগের শিকার হয়ে অনেকেই আগের দিন রাজধানীতে এসে পরীক্ষায় অংশ নিতে হচ্ছে।
অপরদিকে, যানবাহনের অভাবে দুর্ভোগের শিকার একাধিক ভর্তিচ্ছু অভিযোগ করেন, সকালে বাড়ি থেকে রওয়ানা হয়েও বাসস্ট্যান্ডে কোনো যানবাহন পাওয়া যায়নি। বাধ্য হয়েই বিকল্পভাবে কেউ কেউ ট্রেনে এসে রাজধানীতে পৌঁছেছেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তাদের অনেকেই ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে অপেক্ষা শেষে বাধ্য হয়ে আসন ছাড়াই ট্রেনে দাঁড়িয়ে এসেছেন।
ভৈরব রেলস্টেশন থেকে আসা পরীক্ষার্থী মোবারক হোসেন বিকেলে কমলাপুর রেলস্টেশনে বাংলানিউজকে বলেন, সকালে ভৈরব থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে আসেনি। দীর্ঘ সময় অপেক্ষা শেষে দুপুরে তিনি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনে করে বিকেলে ঢাকায় পৌঁছেছেন।
মোবারক জানান, তাদের ১৫ জন বন্ধুকেও তারই মতো দুর্ভোগ পোহাতে হয়েছে।
ময়মনসিংহের মোফাজ্জল হোসেন বিকেলে কমলাপুর রেল স্টেশনে বাংলানিউজকে জানান, কোনো বাস না পেয়ে সকালে তিনি তার ছোট বোন রুহীলা হোসেনকে সঙ্গে নিয়ে ট্রেনে ঢাকায় এসেছেন। কারণ, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রুহীলার ভর্তি পরীক্ষা আছে। ছোট বোনকে এক আত্মীয়ের বাসায় রেখে মোফাজ্জল বিকেলে আবার ময়মনসিংহের উদ্দেশে ট্রেনে রওয়ানা হয়েছেন।
সদ্য এইচএসসি পাস করা কাজল দাশ এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে।
তিনি বলেন, কোনো বাস ছেড়ে না আসায় ট্রেনে অনেক কষ্টে বিকেলে ঢাকায় পৌঁছেছেন তিনি। কারণ, তিনি শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে। এই দুই বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের বদলে বুধবার জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ‘আমৃত্যু কারাদণ্ড’ প্রদান করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এ রায়ের প্রতিবাদে ও দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে বৃহস্পতিবার ও রোববার দুইদিনের হরতালের ডাক দিয়েছে দলটি। এতে করে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সে কারণে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথমবর্ষে ‘খ’ ইউনিটের পরীক্ষায় অংশ নিতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪