ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতিসহ ছয় সাংবাদিকের ওপর হামলাকারীদের সতর্ক করে দিয়েছেন মহানগর হাকিম।
হামলার ঘটনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কাজী মোবারক হোসেন মামলা দায়ের করেন।
গত ২৪ আগষ্ট দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জসিম রেজার নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।
পরে ২৬ আগষ্ট সন্ধ্যায় কাজী মোবারক হোসেন জসিম রেজাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। এর সাড়ে সাত ঘণ্টা পর হামলাকারী জসিম রেজা সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা মামলা করেন।
গত ২৮ আগস্ট দুই মামলার আসামিরাই অপর মহানগর হাকিমের কাছে আত্মসমর্পন করে বৃহস্পতিবার পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন।
আজ আদালতে আসামিরা উপস্থিত হলে জসিম রেজাকে উদ্দেশ্য করে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান ভবিষতে এ ধরণের কাজ না করার নির্দেশ দেন।
এদিকে আদালত এ ঘটনায় জসিম রেজার দায়ের করা মামলায় আগামী ২৮ অক্টোবর পর্যন্ত জামিনের মেয়াদ বৃদ্ধি করেছেন। কাজী মোবারক হোসেনের দায়ের করা মামলাতেও ১৬ আসামির জামিন একই তারিখ পর্যন্ত বাড়িয়ে দেন একই বিচারক।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪