ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চালাকালীন সময়ে কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার কেন্দ্র থেকে মেহেদী হাসান অয়ন নামের ওই পরীক্ষার্থীকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এম আমজাদ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে দুপুরে জানান, পরীক্ষার্থী অয়নের কাছ থেকে একটি মোবাইল
ফোন ও একটি ক্যাবল ডিভাইস পাওয়া যায়। মোবাইল ফোনের এসএমএস-এ উত্তরপত্রও পাওয়া গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অয়ন জানায়, তিতুমীর কলেজের ছাত্র ফারুক হাসানের সঙ্গে সে এ ব্যাপারে এক লাখ টাকা চুক্তি করে।
প্রক্টর জানান, আটক পরীক্ষার্থীকে শাহবাগ থানায় হস্তান্তর করা হবে এবং এ ব্যাপারে মামলা হবে।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪