ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাল্লায় নকল করার দায়ে পরীক্ষার্থীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪
শাল্লায় নকল করার দায়ে পরীক্ষার্থীর কারাদণ্ড

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের(বাউবি) এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে বাদল চন্দ্র দাস নামে এক পরীক্ষার্থীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ বিন ইকরাম এ সাজা দেন।



শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, সকাল ১০টায় শাল্লা শাহেদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অংক পরীক্ষায় নকল করছিলেন বাদল। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদলকে হাতেনাতে ধরে ফেলেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।