কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি): আত্মনির্ভরশীলতা সফলতার মূল চাবিকাঠি। আত্মনির্ভরশীল হয়ে ধৈর্যের মাধ্যমে স্বপ্ন দেখলে, সে স্বপ্ন বাস্তবে রূপ নেবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের উদ্দেশে রাখা বক্তব্যে এভাবেই সফল হওয়ার প্রেরণা দিলেন তরুণ উদ্যোক্তা, খ্যাতিমান লেখক ও বক্তা বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাজ্যের নাগরিক সাবিরুল ইসলাম।
সাবিরুল ইসলাম তার ‘ইনস্পায়ার ওয়ান মিলিয়ন ’ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১১টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক ভবনের একটি কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
কুবির ক্যাফে মার্কেটিং আয়োজিত এ অনুষ্ঠানে সাবিরুল বলেন, আজকের তরুণরাই আগামীর বিশ্বকে নেতৃত্ব দেবে। তাই, তোমাদের মতো তরুণদেরই এগিয়ে আসতে হবে। যোগ্যতা সবার মধ্যেই রয়েছে। কিন্তু সবাই এ যোগ্যতাকে কাজে লাগাতে পারছে না। কারণ, এর পেছনে রয়েছে, নেতিবাচক প্রভাব।
তিনি সবাইকে ইতিবাচক চিন্তা করারও আহ্বান জানান।
সফলতা অর্জনে ডিগ্রি মূল বিষয় নয় উল্লেখ করে ও তরুণদের ব্যতিক্রমী কিছু করার আহ্বান জানিয়ে সাবিরুল ইসলাম বলেন, ব্যতিক্রম কিছু করতে গেলে বাধা আসবে। সেই বাধাকে অতিক্রম করাই হবে তরুণদের কাজ।
কুবির মার্কেটিং বিভাগের শিক্ষক মো. মঈনুল হাছানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ, মার্কেটিং বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ প্রায় চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সাবিরুল ইসলাম ২০১০ সালে পৃথিবীর সেরা ২৫ জন তরুণ শিল্প উদ্যোক্তাদের মধ্যে একজন নির্বাচিত হন। যুক্তরাজ্যের প্রভাবশালী ১০০ ব্রিটিশ বাংলাদেশির তালিকাতেও তার নাম রয়েছে।
তিনি বর্তমানে ‘ইনস্পায়ার ওয়ান মিলিয়ন’ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন; যার লক্ষ্য বিশ্বজুড়ে ১০ লাখ তরুণ উদ্যোক্তা তৈরি করা।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪