ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইউল্যাবে 'ফটো কনটেস্ট ২০১৪’র পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৪
ইউল্যাবে 'ফটো কনটেস্ট ২০১৪’র পুরস্কার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা ১২ আলোকচিত্রীকে দেওয়া হলো 'ইউল্যাব ফটো কনটেস্ট-২০১৪' পুরস্কার।
 
বুধবার বিকেলে ধানমন্ডিতে ইউল্যাব ক্যাম্পাসে এই পুরস্কার বিতরণ করা হয়।


 
জানা যায়, পুরস্কার পাওয়া সেরা ১২টি ছবি স্থান পাবে ২০১৫ সালের ইউল্যাব বাৎসরিক ক্যালেন্ডারে।
 
বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রায় শ' তিনেক শিক্ষার্থীর ছবির মধ্য থেকে বিচারকদের বাছাইয়ে সেরা ১২ জনকে পুরস্কৃত করা হয়।
 
ইউল্যাব শিক্ষার্থীদের আলোকচিত্র বিষয়ে আরো উৎসাহিত করার পাশাপাশি তাদের দক্ষতা ও প্রতিভা বিকাশে এ পুরস্কার বেশ কাজে আসবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইমরান রহমান।
 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য ছাড়া আরো উপস্থিত ছিলেন, প্রো-ভিসি এইচ. এম. জহিরুল হক, একাডেমিক ডেভেলপমেন্ট বিভাগের ডিন অধ্যাপক ব্রায়ান সুশ্মিথ, মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের প্রধান ড. জুড উইলিয়াম ও অন্য বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
 
অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন এমএসজে বিভাগের প্রধান ড. জুড উইলিয়াম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য ইমরান রহমান। আর বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অধ্যাপক ব্রায়ান সুশ্মিথ।
 
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করে এমএসজে বিভাগের সামির নয়ন। আর একই সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় স্থানলাভ করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সুলতানা রাজিয়ার দু'টি ছবি।
 
পুরস্কার প্রাপ্তদের মধ্যে বাকিরা হলেন মো. হাসান উদ্দিন সানি (বিবিএ), মো. শামসুল আলম (সিএসই), শাহরিন মারজিন নিপুন (বিবিএ)। এছাড়া সিংহানু মারমা (এমএসজে) তিনটি এবং তুরান আল নাহিয়ান বিশেষ পুরস্কার লাভ করেন।
 
বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, অক্টোবার ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।