রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯ম সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা ২০ দিন বাড়ানো হয়েছে।
২০ অক্টোবর থেকে শুরু হওয়া এ নিবন্ধন কার্যক্রম ১০ নভেম্বরের পরিবর্ততে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ইলিয়াছ হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, অংশগ্রহণকারীদের সময়সীমা বৃদ্ধির অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং তাদের সুবিধার কথা বিবেচনা করে নিবন্ধনের সময়সীমা ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
চ্যান্সেলরের অনুমতি সাপেক্ষে ডিসেম্বর মাসের ২০ থেকে ৩০ তারিখের মধ্যে যেকোনো দিন সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে জানান প্রফেসর ইলিয়াছ হোসেন।
জনসংযোগ দপ্তর জানায়, ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীরা সমাবর্তনের জন্য নিবন্ধন করতে পারবেন।
মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে ফি পরিশোধ করে শুধুমাত্র অনলাইনে নিবন্ধন করা যাবে। নিবন্ধনের জন্য অংশগ্রহণকারীদের সাড়ে তিন হাজার টাকা করে পরিশোধ করতে হবে। সমাবর্তন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের www.ru.ac.bd/con14 লিংক থেকে জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৪