ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবি স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪
বাকৃবি স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।



ভর্তি কার্যক্রম চলবে ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.bau.edu.bd/result ) এ পাওয়া যাচ্ছে। ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

২০১৪-১৪ শিক্ষাবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষায় ৭৯.২৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে আব্দুল্লাহ আল নোমান (১৪৬২৩), ৭৮.৫০ নম্বর পেয়ে ২য় স্থানে রয়েছেন নওশীন সিয়ারা আদুরী (১৮২৮৫) এবং ৭৪.৭৫ নম্বর পেয়ে ৩য় স্থান দখল করেছেন তারেক আজিজ রিগান (১৪৬১১)।

মেধা ও অপেক্ষমান তালিকাভুক্ত (সাধারণ এবং কোটা) প্রার্থীদেরকে ১২ থেকে ১৯ নভেম্বর ২০১৪ তারিখের মধ্যে বাকৃবি’র ওয়েবসাইটের মাধ্যমে অনুষদ ভিত্তিক অপশন ও প্রয়োজনীয় তথ্য দিতে হবে। ভর্তি, রেজিস্ট্রেশন ও মেডিক্যাল ফরম ডাউনলোড করে A4 সাইজের অফসেট পেপারে প্রিন্ট করে নিয়ে ভর্তির সময় জমা দিতে হবে।

অনুষদ ভিত্তিক ফলাফল ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মেধা তালিকাভুক্ত (সাধারণ এবং কোটা) প্রার্থীদেরকে ২৩ নভেম্বর রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে স্থাপিত মেডিক্যাল বোর্ডে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে ভর্তির অন্যান্য কাজ সম্পন্ন করতে হবে।

ভর্তি পরীক্ষা ০৮ নভেম্বর (শনিবার) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।