ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

স্টুডেন্ট সাপোর্ট প্রোগ্রামের প্রতারণা থেকে সাবধান!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪
স্টুডেন্ট সাপোর্ট প্রোগ্রামের প্রতারণা থেকে সাবধান!

ঢাকা: শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়নের জন্য অনুদান দেওয়ার কথা বলে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দেশের বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসায় চিঠি পাঠাচ্ছে।

‘স্টুডেন্ট সাপোর্ট প্রোগ্রাম ফর সেকেন্ডারি এডুকেশন’ নামের এই চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সরকার।



মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, সংঘবদ্ধ প্রতারকক্রচটি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তারা শিক্ষার্থীদেরকে মাসিক ৪০০ টাকা হারে অর্থ সহায়তা দেওয়ার কথা বলে ৫০ টাকার রেজিস্ট্রেশন ফি বাবদ ‘বিকাশ’ করার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভুয়া চিঠি পাঠাচ্ছে।

এমন অভিযোগের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সতর্ক রাখার উদ্যোগ নেয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্টুডেন্ট সাপোর্ট প্রোগ্রাম ফর সেকেন্ডারি এডুকেশন-এর পরিচালক প্রফেসর এন এম এস উদ্দিনের স্বাক্ষরে সরকারি চিঠির মতো করে এ ভুয়া চিঠি পাঠানো হচ্ছে। এ ভুয়া চিঠিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের জন্যেও ৩০ হাজার করে টাকা দেওয়ার কথা বলা হয়েছে।

তারা তাদের অফিস হিসেবে ‘৩/খ/৪-পরিবাগ, নকশি স্টোর, ঢাকা’ উল্লেখ করেছেন।

চিঠিতে দেওয়া ফোন নম্বরগুলো হলো- ০১৮৬৮০৬২৮২১-২৩, ০১৬২৫১১৬৮৫০-৫৫, ০১৬২৫১১৬৮৬৫।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, এটি একটি প্রতারণার উদ্যোগ। সবাই অবগত আছেন যে, সরকারি কোনো সহায়তা পাওয়ার ক্ষেত্রে কখনো কোনো অর্থ চাওয়া হয় না। এ ধরনের অপতৎপরতা থেকে সবাইকে সতর্ক থাকার জন্য পরামর্শ দেয়া হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কতার পরে সংশ্লিষ্ট নম্বরগুলোতে যোগাযোগ করে তা বন্ধ পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।