যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে।
মঙ্গলবার (১১নভেম্বর) সি,ডি ও ই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে, ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ১৩ নভেম্বর প্রকাশিত হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা হায়াতুজ্জামান মুকুল। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
চলতি শিক্ষাবর্ষে ৫ ইউনিটে মোট ২৫ হাজার ৭৭২ জন পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় শতকরা ৯৫ ভাগ শিক্ষার্থী অংশ নেয়। প্রতি আসনের বিপরীতে ছিলেন ৪৩ পরীক্ষার্থী।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪