ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জিল্লুর রহমান সিদ্দিকীর মৃত্যুতে জাবি উপাচার্যের শোক, ছুটি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪
জিল্লুর রহমান সিদ্দিকীর মৃত্যুতে জাবি উপাচার্যের শোক, ছুটি

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ও ১৯৯০-১৯৯১ সালে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর মৃত্যুতে জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।



শোকবার্তায় উপাচার্য বলেন, ১৯৭৯ সালে বাংলা একাডেমি ও ২০১০ সালে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট এ শিক্ষাবিদের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। শিক্ষা, গবেষণা, সমাজ ও সংস্কৃতিতে তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং ভৌত অবকাঠামো সম্প্রসারণে তার (জিল্লুর রহমান সিদ্দিকী) অবদান স্মরণীয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার প্রতি বিনীত শ্রদ্ধা জ্ঞাপন করছে।

উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, নিবেদিতপ্রাণ এই অধ্যাপকের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারও শোকাহত।

উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মরহুমের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

এদিকে, প্রয়াত উপাচার্য অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শোক পালন নিমিত্তে বুধবার বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকছে এবং সকাল ১০টা থেকে সব অফিস ও ক্লাস ছুটি ঘোষণা করা হয়েছে।  

এ ছাড়া শোক-সন্তপ্তদের স্মৃতি ধারণের জন্য বিশ্ববিদ্যালয়ে একটি শোক বই খোলা হয়েছে।
 
নামাজে জানাজা:
অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর মরদেহ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল আটটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা হবে।

এরপর সকাল নয়টায় উপাচার্য বাসভবনের উত্তর পাশের মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।