ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষক হত্যার বিচার দাবি ঢাবি শিক্ষক সমিতির

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪
রাবি শিক্ষক হত্যার বিচার দাবি ঢাবি শিক্ষক সমিতির

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং লালনভক্ত অধ্যাপক এ কে এম শফিউল ইসলামের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

এতে অংশ নেন ঢাবির বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষক ।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের উপস্থাপনায় বক্তব্য রাখেন- কলা অনুষদের প্রাক্তন ডিন এবং ইংরেজি বিভাগের অধ্যাপক সদরুল আমিন, কলা অনুষদের বর্তমান ডিন অধ্যাপক আখতারুজ্জামান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়াউর রহমান, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক লায়লা নূর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, দেশের প্রগতিশীল শিক্ষক সমাজকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। স্বাধীনতার সময় এই দেশকে যারা মেধাশূন্য করতে চেয়েছিল, এটা তাদেরই ষড়যন্ত্রের অংশ।

তিনি বলেন, ধর্মীয় মৌলবাদ এবং জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত একটি গোষ্ঠী এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ইতোমধ্যে বিভিন্ন জায়গায় প্রচারণা চালিয়েছে। এদের খুঁজে বের করে নিশ্চিহ্ন করতে হবে।

এই গোষ্ঠীকে নির্মূল করতে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য দেশের শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের বিবৃতি ও নিন্দা

এদিকে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন  এ  ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এসএ/বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।