ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষক হত্যা

তৃতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪
তৃতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি(রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর একেএম শফিউল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় ক্যাম্পাসে শিক্ষক সমিতির ডাকে মঙ্গলবার তৃতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়েল প্যারিস রোডে হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন করেছে সমাজবিজ্ঞান বিভাগ।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।

মানববন্ধন শেষে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন বিভাগের শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাজবিজ্ঞান বিভাগের সামনে গিয়ে শেষ হয়।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। তবে ২০১৪-১৫ সেশনের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলছে। ক্লাস-বর্জনের পাশাপাশি ক্যাম্পাসে সাতদিনের কালোব্যাজ ধারণ অব্যহৃত বয়েছে।

সমাজবিজ্ঞান বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- রাবি উপউপাচার্য অধ্যাপক সারওয়ার জাহান চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান মজুমদার।

এছাড়া অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- সমাজবিজ্ঞান বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থী, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের কর্মী ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান। হত্যাকাণ্ডের বিচার দাবিতে শিক্ষক সমিতির ১৫ দিনের আল্টিমেটামের দ্বিতীয় দিন পার হয়ে গেলেও কোনো অগ্রগতি হয়নি উল্লেখ করে বক্তারা বলেন, আগামী ১৩ দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।