ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্র সংগঠনগুলোর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে প্রশাসনের নির্লিপ্ততায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছে সাধারণ শিক্ষার্থীরা।
সংশ্লিষ্টরা জানায়, ইবিতে রোববার (২৩ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। প্রত্যেক বছরের ন্যায় এবারো ছাত্র সংগঠনগুলো তাদের শক্তি ও জনবল প্রদর্শনে ব্যাপক প্রস্তুতি ও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে, পরীক্ষা চলাকালে ভর্তিচ্ছুদের স্বাগত জানিয়ে মিছিল, অভিভাবকদের বসার জন্য টেন্ট।
এসব কর্মসূচি আয়োজন ও বাস্তবায়ন নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিগত বছর গুলোতে উত্তেজনা থেকে শুরু করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাই কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন নিয়মনীতি বেঁধে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।
এছাড়া, প্রতিবছর ভর্তি পরীক্ষার আগে প্রক্টর অফিসের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করা হয়। সেখানে ছাত্র সংগঠনের নেতাদের মতামতের ভিত্তিতে ভর্তি পরীক্ষা চলাকালীন সংগঠনগুলোর ভূমিকা নির্ধারণ করা হয়।
এ বছর এখন পর্যন্ত প্রক্টর অফিস থেকে কোনো ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক হয়নি বলে জানিয়েছেন সংগঠনগুলোর নেতারা। ভর্তি পরীক্ষার মাত্র চার দিন বাকি থাকলেও বহিরাগত নিয়ন্ত্রণেও কোনো পদক্ষেপ নেননি বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. টি এম লোকমান হাকিম।
যেসব চিহ্নিত বহিরাগত বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যানারে ছোটছোট বিশৃংঙ্খলা থেকে শুরু করে বড় সংঘর্ষের জন্য দায়ী তারাও ক্যাম্পাসে বিচরণ করছেন অবাধে। সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান ক্যাম্পাসে ‘বহিরাগত নিয়ন্ত্রণে জিরো টলারেন্স’ জারি করলেও, নতুন প্রক্টর দায়িত্ব নেওয়ার পর থেকে তাদের পদচারণা আবারো বৃদ্ধি পেয়েছে।
ইবি ছাত্রলীগের আহ্বায়ক শামিম হোসেন খান বাংলানিউজকে বলেন, প্রতিবছর ভর্তি পরীক্ষার আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আমাদের সঙ্গে মতবিনিময় করা হলেও, এ বছর এখনো ডাকা হয়নি।
বিশ্ববিদ্যালয় জাসদ ছাত্রলীগের সভাপতি সাইফুজ্জামান পটলা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলানিউজকে বলেন, প্রতিবছর প্রশাসনের পক্ষ থেকে আমাদের সহযোগিতা চাওয়া হলেও এ বছর তারা আমাদের মূল্যায়ন করেননি। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের মনমতো আইন দিয়ে ক্যাম্পাস পরিচালনা করছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. টি এম লোকমান হাকিম বাংলানিউজকে বলেন, ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা হবে। তবে, সবার সঙ্গে আলোচনা করতে পারছি না, সময়ের অভাবে হচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪