ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবিতে শিক্ষক হত্যা

খুনিদের গ্রেফতার দাবিতে যবিপ্রবিতে মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪
খুনিদের গ্রেফতার দাবিতে যবিপ্রবিতে মিছিল বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম শফিউল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মিছিল করেছে শিক্ষক সমিতি।
 
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে যবিপ্রবি ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।

 
 
যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. শেখ মিজানুর রহমানের নেতৃত্বে মিছিলটি যবিপ্রবি’র ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলম হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আনিছুর রহমান, মৌলিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. জিয়াউল আমিন, প্রক্টর আশরাফুজ্জামান জাহিদ, সহকারী প্রভোস্ট প্রফেসর হাফিজ উদ্দীন, ছাত্র উপদেষ্টা ড. মীর মশাররফ হোসেন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।