ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

সাউথইস্টের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

১ জানুয়ারি ৩৪ কোটি বই যাবে শিক্ষার্থীদের হাতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪
১ জানুয়ারি ৩৪ কোটি বই যাবে শিক্ষার্থীদের হাতে

ঢাকা: জানুয়ারির প্রথমদিনই ৩৪ কোটির বেশি বই ছেলেমেয়ের হাতে তুলে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁও এলাকায় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ আশ্বাস দেন।

এর আগে মন্ত্রী নামফলকের পর্দা উঠিয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করেন।

তিনি বলেন, দেশে শিক্ষার প্রসারে বেসরকারি বিশ্ববিদ্যালয় অসমান্য ভূমিকা রাখছে। এখন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে চাকরির ক্ষেত্রে কোনো পার্থক্য করা হচ্ছে না ।

মন্ত্রী বলেন, শুধু সরকারি অর্থে শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। এজন্য বেসরকারি আরও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। এখন দেশের শতকার ৬১ ভাগ শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া-লেখা করছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। ১ হাজার ৬৩৪ জন বিদেশি শিক্ষার্থীও বাংলাদেশের  বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে।

শিক্ষামন্ত্রী বলেন, অনিয়মের কারণে ১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। উচ্চ শিক্ষাকে এগিয়ে নিতে হলে আরও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। নতুন জ্ঞান বিজ্ঞান গবেষণায় এসব বিশ্বিবিদ্যালয়কে এগিয়ে আসতে হবে।

আর্থ সামাজিক উন্নয়নের ফলে প্রযুক্তিমুখী শিক্ষার চাহিদা বেড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নতুন প্রজন্ম আগের তুলনায় অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি। ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান-প্রযুক্তি, কলা ও সমাজবিজ্ঞান বিষয়ে পাঠদানের মাধ্যমে সাউথইস্ট ইউনিভার্সিটি এ কাজে পরিপূর্ণভাবে নিয়োজিত রয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ’র চেয়ারম্যান মো. রেজাউল করিম।

আরও বক্তব্য রাখেন, রেজিস্টার ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল ইসলাম। ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো হুমায়ুন কবীর চৌধুরী।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।