ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

শেষ হলো কুয়েটের আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
শেষ হলো কুয়েটের আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের আয়োজনে কুয়েটে শেষ হলো আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসবের দু’দিনব্যাপী বিতর্ক (বাংলা এবং ইরেজি) ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।

শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টায় উৎসব শেষ হয়।



খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অডিটরিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

অনুষ্ঠানে কুয়েট ডিবেটিং সোসাইটির (কেডিএস) মডারেটর হেলাল-আন-নাহিয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের পুরকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, যন্ত্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. সৈয়দ আলী মোল্লা ও ভারপ্রাপ্ত পরিচালক (ছাত্র কল্যাণ) মো. ওসমান গনি নাঈম।

প্রধান অতিথির বক্তৃতায় কুয়েট ভাইস-চ্যান্সেলর বলেন, একটি সংস্কৃতিমনা প্রজন্মই পারে বাংলাদেশকে বঙ্গবন্ধুসহ লাখো শহীদের কাঙ্ক্ষিত সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের অগ্রপথিক হতে হবে।

তিনি এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ, আয়োজক, অংশগ্রহণকারীসহ সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিডিএফএর সহ-সভাপতি কামরুল হাসান ও কেডিএস সভাপতি অঞ্জন রায়।

বাংলা বিতর্কে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রানারআপ হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রানার আপ হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বাংলা ও ইরেজি বিতর্কের ফাইনালের সেরা বক্তা নির্বাচিত হন যথাক্রমে কুয়েটের গুঞ্জন বড়ুয়া ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সীমান্ত। সেরা বক্তা নির্বাচিত হন যথাক্রমে কুয়েটের হাফিজুর রহমান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সীমান্ত।

কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদুল ইসলাম, দ্বিতীয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসমাত জেরিন এবং তৃতীয় স্থান অধিকার করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিয়াজুল কবীর ও কনা দাস।

শুক্রবার সকালে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসবের দু’দিনব্যাপী বিতর্ক (বাংলা এবং ইরেজি) ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধন করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

অনুষ্ঠান উপলক্ষে কুয়েট সাজানো হয় বর্ণীল সাজে। লকপুর গ্রুপ, এসবিএসি ব্যাংক লি., রকমারি ডট কম, টেকশপবিডি ও বিডিএফ’র সহযোগিতায় অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিলো বাংলানিউজটোয়েন্টিফোরডটকম, দৈনিক যুগান্তর ও রেডিও ফূর্তি।

অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করছে ‘কেডিএস’ ও ‘অ’ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলো পরিচালক ছাত্রকল্যাণ কার্যালয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মো. হাফিজুর রহমানকে সভাপতি ও কাজী এহসানুল কবীরকে সেক্রেটারি করে কেডিএস’র নতুন কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ০২৪৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।