ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

ইবি বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের, শিক্ষার্থীদের না

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
ইবি বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের, শিক্ষার্থীদের না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: বাসচাপায় শিক্ষার্থী নিহত হওয়ার জের ধরে উদ্ভূত পরিস্থিতিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বন্ধ ঘোষণা করতে যাচ্ছে প্রশাসন। ক্যাম্পাসের সর্বত্র এমন খবর ছড়িছে পড়ায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।



রোববার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে হল বন্ধের এ খবর ছড়িয়ে পড়ে।   তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা আবাসিক হলগুলোর সামনে ও ক্যাম্পাসের মেইন গেটে অবস্থান নিয়েছে। এ সময় ‍তারা ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা দিয়ে বিভিন্ন স্লোগান দেয়।

এদিকে, নিহত শিক্ষার্থীর মৃতদেহ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে অবস্থান করছে ওই বিভাগের শিক্ষার্থীরা। অপরদিকে, পুলিশ ডায়না চত্বরে ও মেইন গেটের বাইরে অবস্থান নিয় আছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুপুর ২টার দিকে মিটিংয়ে বসে। এ সময় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে ক্যাম্পাসে খবর ছড়িয়ে পড়ে।

এ খবর ছড়িয়ে পড়লে প্রত্যেক আবাসিক হলের সামনে ও ক্যাম্পাসের মেইন গেটে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে ঘটনার বিচার দাবি করে। একইসঙ্গে হল বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করে স্লোগান দেয়।

এর আগে দুপুর ১২টার দিকে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র টিটু বিশ্ববিদ্যালয়ের বাসে উঠতে গিয়ে অপর বাসের চাপায় নিহত হন। এর জের ধরে ইবি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অর্ধশত বাস পুড়িয়ে দেয়।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪

** ইবি শিক্ষার্থী-পুলিশ মুখোমুখি
** বাসচাপায় ইবি ছাত্র নিহত, অর্ধশত বাসে আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।