ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৭২ ঘণ্টার আল্টিমেটাম বেরোবি শিক্ষকদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
৭২ ঘণ্টার আল্টিমেটাম বেরোবি শিক্ষকদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের দাবি মেনে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষক সমিতি। এর মধ্যে সমস্যার সমাধান না হলে আগামী বৃহস্পতিবার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।


 
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে অনুষ্ঠিত প্রতিবাদ-সমাবেশ থেকে এই ঘোষণা দেন শিক্ষক সমিতির নেতারা।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেইটে অনুষ্ঠিত প্রতিবাদ-সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি ড. সাইদুল হক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকদের একাংশ ও ১৫২ জন কর্মকর্তা-কর্মচারী এতে অংশ নেন। সমাবেশ শেষে ক্যাম্পাসে বিশাল প্রতিবাদ ৠালি করেন তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, উপাচার্যের স্বেচ্ছাচারিতা সবসীমা অতিক্রম করেছে। তিনি চান না এই বিশ্ববিদ্যালয়ের কোনো উন্নয়ন হোক। তার যোগদানের পর প্রায় দুই বছর চলে গেলেও তিনি কোনো কাজ করেননি। শুধু ঢাকায় গিয়ে নিজের কাজ করেছেন।

সরকার বার বার তাগাদা দেওয়া সত্ত্বেও উপাচার্য সব সমস্যা জিইয়ে রেখে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অস্থিতিশীল করে তুলেছেন অভিযোগ করে শিক্ষকরা বলেন, সমস্যার সমাধান করতে না পারলে পদ ছেড়ে চলে যান। এমন অকার্যকর উপাচার্য আমাদের দরকার নেই। আপনাকে পদে থাকতে হলে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সমস্যার সমাধান করেই থাকতে হবে।

শিক্ষক সমিতির নেতারা বলেন, যেসব সমস্যা নিয়ে এখন ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন সেগুলোর সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষক সমিতি তাদের আন্দোলন চালিয়ে যাবে।

এ সময় শিক্ষার্থীদের আশ্বস্ত করে শিক্ষক সমিতির নেতারা বলেন, একটা পক্ষ অপপ্রচার চালানোর চেষ্টা করছে। আমরা শিক্ষার্থীদের বিভিন্ন দাবির সঙ্গে এক মত। তাই তাদের বিভ্রান্ত হওয়ার কিছু নেই।
 
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. গাজী মাজহারুল আনোয়ার, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিউল আজম খান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।