ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, এর জের ধরে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ উদ্ভূত পরিস্থিতি তদন্তে সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিনকে আহ্বায়ক করে ছয় সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
কমিটির সদস্যরা হলেন- ইবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, শাপলা ফোরামের সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুস শাহিদ মিয়া, গ্রিণ ফোরামের সাধারণ সম্পাদক ও দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইকবাল হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার আব্দুল লতিফ।
উপাচার্য জানান, শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে দুপুরে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে একটি তদন্ত কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক পরে সন্ধ্যায় ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২১ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, নিহত শিক্ষার্থীর মৃতদেহ বিকেল সাড়ে ৩টার দিকে বিভাগীয় সভাপতির উপস্থিতিতে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা। এ সময় দাফনের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. আবদুল হাকিম সরকার নিহতের পরিবারকে ৩০ হাজার টাকা দেন।
এর আগে, দুপুর ১২টার দিকে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র টিটু বিশ্ববিদ্যালয়ের বাসে উঠতে গিয়ে অপর বাসের চাপায় নিহত হন। এর জের ধরে ইবি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অর্ধশত বাস পুড়িয়ে দেয়।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪