রাবি(রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন বাংলানিউজকে জানান, বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমতিক্রমে ডিসেম্বরের শেষ সপ্তাহের যেকোনো একদিন নবম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অনুমতিক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহ্ম্মদ মিজানউদ্দিনকে নির্ধারিত এ তারিখ জানানো হয়েছে।
এর আগে সমাবর্তনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলে ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। সমাবর্তনে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীরা অংশগ্রহণ করবেন।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৪