ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বায়ু দ‍ূষণ মোকাবেলায় গবেষকদের ভ‍ূমিকা রাখতে হবে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৪
বায়ু দ‍ূষণ মোকাবেলায় গবেষকদের ভ‍ূমিকা রাখতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): বায়ু দূষণ মোকাবেলায় বাংলাদেশের গবেষকদের বলিষ্ঠ ভূমিকা রাখ‍ার আহ্বান জানিয়েছেন  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (বিমক) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী।

বুধবার (০৩ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সেমিনিরে তিনি এ কথা বলেন।

 

‘এয়ার কোয়ালিটি অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস: গ্লোবাল পারস্পেক্টটিভ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের প্রধান অতিথি ড. একে আজাদ বলেন, বায়ু দূষণ ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হতে হচ্ছে। বাংলাদেশের বায়ু দূষণ সংক্রান্ত তথ্য-উপাত্ত প্রদান এবং বায়ু দূষণ মোকাবেলায় গবেষকদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।

ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) এবং সিপি-২১৯৬ সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইনের সভাপতিত্বে সেমিনারে বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশন্স অফিসার মো. মোখলেছুর রহমান, জার্মানির ওপার্টাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. থরসটেন বেন্টার, ঢাকাস্থ জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. ফার্দিনান্দ ভন ওয়েহি এবং বিমক’র সাবেক সদস্য ড. এম মহিবুর রহমান  প্রমুখ বক্তব্য দেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ে ‌‌‌’এস্ট্যাবলিশিং এন এয়ার কোয়ালিটি মনিটরিং সেন্টার (সিপি-২১৯৬)’ নামে একটি আধুনিক গবেষণা কেন্দ্রের উদ্বোধন করা হয়।

বিশ্বব্যাংকের অর্থায়নে এই গবেষণা কেন্দ্র বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হেকেপ) এবং জার্মানির ওপার্টাল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ‘এয়ার কোয়ালিটি রিসার্চ অ্যান্ড মনিটরিং সেন্টারে’র কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

ঢাকাস্থ জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. ফার্দিনান্দ ভন ওয়েহি বলেন, বাংলাদেশ ও জামার্নির মধ্যে দীর্ঘকাল ধরে মধুর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, উচ্চ শিক্ষা প্রসারে উভয় দেশের মধ্যে দ্বি-পক্ষীয় সহযোগিতামূলক নানা কর্মকাণ্ড চালু রয়েছে।

এই পারস্পরিক সহযোগিতার ফলই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের এই ‘এয়ার কোয়ালিটি রিসার্চ এন্ড মনিটরিং সেন্টার’ প্রতিষ্ঠা।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।