ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

শিক্ষক নিবন্ধন পরীক্ষা ১২ ও ১৩ ডিসেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪
শিক্ষক নিবন্ধন পরীক্ষা ১২ ও ১৩ ডিসেম্বর

ঢাকা: বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আগামী ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ডিসেম্বর সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ১২টা পর্যন্ত স্কুল পর্যায়ের(কোড নম্বর ৩০১-৩২৩ এবং ২০১-২২৪) পরীক্ষা অনুষ্ঠিত হবে।



আর ১৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে কলেজ পর্যায়ের (কোড নম্বর ৪০১-৪৩৫) পরীক্ষা।

এবার স্কুল পর্যায়ে ২ লাখ ৯০ হাজার ৮৯ জন এবং কলেজ পর্যায়ে এক লাখ ৫০ হাজার ৯৮৮ জন অংশ নেবেন।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে একাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা চার ঘণ্টার পরীক্ষার মধ্যে প্রথম ঘণ্টা আবশ্যিক বিষয় এমসিকিউ পদ্ধতিতে এবং পরবর্তী ৩ ঘণ্টা ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।