সাভার: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে গণ বিশ্ববিদ্যালয়।
দিবসটি উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় থেকে বাইশ মাইল মোড় পর্যন্ত বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ৠালিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, উপ-রেজিস্ট্রার মীর মুর্ত্তজা আলী বাবু, সহকারী রেজিস্ট্রার, সব বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকসহ প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন বলেন, ৩৬৫ দিনই সবার মানবাধিকার নিশ্চিত করতে হবে।
এ ধরনের আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও আইন বিভাগকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ সাজু বলেন- নিজের অধিকার আদায়ের সঙ্গে সঙ্গে অন্যের অধিকার নিশ্চিত করা উচিত। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর এ ব্যাপারে সচেতন হওয়া উচিত।
বংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪