নোবিপ্রবি (নোয়াখালী): নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তায় অ্যাকুয়া কালচারের ভূমিকা-শীষর্ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
নোবিপ্রবি ও স্কটল্যান্ডের স্ট্যার্লিং ইউনিভার্সিটি আয়োজিত এবং ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন-শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান।
সঞ্চ্যালনার দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, আমাদের অনুকূল পরিবেশ রয়েছে, জনশক্তি রয়েছে। এগুলোকে কাজে লাগিয়ে নতুন নতুন গবেষক ও উদ্যোক্তা গড়ে তুলতে হবে।
এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আন্তঃযোগাযোগ স্থাপন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জ্ঞান ও গবেষণা বৃদ্ধি এবং তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
পাশাপাশি তিনি নোবিপ্রবি প্রশাসনকে বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্লান করে সে অনুযায়ী কর্মপন্থা নির্ধারণ করতে বলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্কটল্যান্ডের স্ট্যার্লিং ইউনিভার্সিটির প্রফেসর ড. ফ্যান্সিস মারে ও প্রফেসর ডেভ লিটল।
ড. মারে এবং প্রফেসর লিটল সেমিনারে বাংলাদেশে মৎস্য খাতে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং এই খাতকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব দেন। এছাড়া তারা খাদ্য নিরাপত্তায় অ্যাকুয়া কালচারের ভূমিকা তুলে ধরেন।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন-নোবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, বিশ্ববিদ্যালয়ের রিচার্স সেলের উপ-পরিচালক প্রফেসর ড. মো. ইউসুফ মিয়া ও নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিলকিস তাহমিনা।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪