ঢাকা: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংসদের চতুর্থ সম্মেলনে হেদায়েত বাবুকে সভাপতি ও হাফিজা আক্তার ঝুমাকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জবি উদীচীর চতুর্থ সম্মেলনের কাউন্সিল অধিবেশনের মাধ্যমে বুধবার রাত ১১টার দিকে নির্বাচিতদের নাম প্রকাশ করে প্রগতিশীল এ সাংস্কৃতিক সংগঠনটি।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হাসান মাহমুদ, ফারজানা রহমান, মুশফিকুর রহমান, তানিয়া আক্তার, কোষাধ্যক্ষ জিকু, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর হোসেন, সম্পাদক মণ্ডলীর সদস্য মৌসুমী পারভিন তিন্নি, সুমিত, সুব্রত, বাদশা, সমীরণ প্রমুখ।
এর আগে বুধবার সকালে ‘গানে-স্লোগানে দূর কর ভয়, এ বিশ^ শোষকের নয়’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে শুরু হয় জবি উদীচীর চতুর্থ সম্মেলন। সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উদীচীর কেন্দ্রীয় কমিটির সভাপতি কামাল লোহানী। পরে ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করে সংগঠনটি।
অনুষ্ঠানে মূল আলোচকের বক্তব্যে কামাল লোহানী বলেন, জনগণের যে দাবি নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, পরবর্তীতে আমরা তা ধরে রাখতে পারি নি। ’৭৫ পরবর্তী সময়ে তা আরও খারাপ পরিস্থিতির দিকে মোড় নেয়। আর বর্তমানে সাম্প্রদায়িক উস্কানি বেড়েই চলছে। মূলত, সাম্প্রদায়িক উস্কানির বিচার না হওয়াই এর জন্য দায়ী।
জবি উদীচীর সদ্য বিদায়ী সভাপতি নাজমুল আজাদের সভাপতিত্বে ও সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, বাংলা বিভাগের শিক্ষক আরিফুল আবেদ আদিত্য, উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, চতুর্থ সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক হেদায়েত বাবু, জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিকেলে উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় আবৃত্তি, নৃত্য, আদিবাসী নৃত্য ও গান, সংগ্রামী গান এবং মঞ্চ নাটক পরিবেশিত হয়।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪