ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

গাজীপুরে ডিজিটাল বিশ্ববিদ্যালয় হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
গাজীপুরে ডিজিটাল বিশ্ববিদ্যালয় হচ্ছে ছবি: ফাইল ফটো

ঢাকা: গাজীপুরে তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার।

সোমবার (২৯ ডিসেম্বর) এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সংক্রান্ত ‘ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ আইন, ২০১৪’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।



সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয় গাজীপুরের হাইটেক পার্কে প্রতিষ্ঠা করা হবে।

তিনি জানান, এ বিশ্ববিদ্যালয়টি হবে তথ্য প্রযুক্তির জন্য বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়টিতে প্রচলিত শিক্ষা পদ্ধতির পাশাপাশি দূরশিক্ষা ও অনলাইন শিক্ষার ব্যবস্থা থাকবে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।